প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১, ২০২৫, ৪:১২ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৫, ২০২৫, ৫:০৫ পি.এম
ময়মনসিংহে দ্রুতগতির কাভার্ডভ্যান কেড়ে নিলো স্বামী-স্ত্রীর প্রাণ

আবুল কালাম আজাদ ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ সদরে কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে পথচারী স্বামী ও স্ত্রী নিহত হয়েছে। নিহতরা হলেন, আব্দুল হেকিম (৮০) ও তার স্ত্রী আজমলা খাতুন (৬৫)। তারা সদর উপজেলার পাড়াইল গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার (২৫ মার্চ ২৫) দুপুর ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চুরখাই মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানান, আব্দুল হেকিম ও আজমলা খাতুন ঈদের কেনাকাটার জন্য বাড়ি থেকে শহরে আসছিলেন। দুপুর ২টার দিকে তারা চুরখাই মোড়ে রাস্তা পারাপারের চেষ্টা করছিলেন। এ সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
ওসি শফিকুল ইসলাম বলেন, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025