প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ৫:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১:০৫ পি.এম
ময়মনসিংহে শিশুকে ধর্ষণ চেষ্টা যুবককে পিটুনি

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি:ময়মনসিংহে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে যৌন নিপীড়নের সময় এক যুবককে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
শনিবার ১৫ মার্চ ২৫ কোতোয়ালী মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান বলেন, শুক্রবার নগরের মাসকান্দা গণসার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার আমিনুল ইসলাম (২৫) কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চড়াই তলা মণ্ডলের বাজার গ্রামের বাসিন্দা। তিনি ময়মনসিংহ নগরীতে একটি নির্মাণাধীন বহুতল ভবনে শ্রমিকের কাজ করতেন।
ওসি শফিকুল বলেন, “শিশুটি প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে ওই এলাকায় নির্মাণাধীন ভবনের সামনে শ্রমিক আমিনুল তাকে ধর্ষণ করার চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয়রা এসে আমিনুল ইসলামকে হাতেনাতে ধরে পিটুনি দিয়ে পুলিশে দেয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ধর্ষণ চেষ্টা মামলা করেছেন।
সেই মামলায় তিনদিনের রিমান্ড চেয়ে আমিনুলকে আদালতে তোলা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025