প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২, ২০২৫, ১১:১১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৮, ২০২৫, ৫:৫৮ পি.এম
ময়মনসিংহ ঈশ্বরদিয়া ভুট্টাক্ষেতে পড়ে ছিল নবজাতকের মরদেহ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহে ভুট্টাক্ষেত থেকে একদিন বয়সী এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ ২৫) দুপুর ১২টার দিকে সদরের চর ঈশ্বরদিয়া ইউনিয়নের চর ঈশ্বরদিয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম।
তিনি বলেন, কে বা কারা একদিন বয়সী ওই মরদেহটি ভুট্টাক্ষেতে ফেলে রেখে যান। দুপুর ১২টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই মরদেহটি ওই এলাকাতে দাফন করা হয়।
ওসি আরও বলেন, রাতের আঁধারে কিংবা ভোরে নবজাতকের মরদেহ ভুট্টাক্ষেতে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কে বা কারা কী কারণে মরদেহ এখানে ফেলেছেন, তা জানতে তদন্ত চলছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025