প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২, ২০২৫, ১১:০২ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৮, ২০২৫, ৬:০০ পি.এম
ময়মনসিংহ নগরীতে তরুণীর ‘রহস্যজনক’ মৃত্যু

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ নগরীর প্রাণকেন্দ্র গাঙ্গিনারপাড় মোড়ের একটি বহুতল ভবনের ‘ছাদ থেকে পড়ে’ প্রাণ গেছে অজ্ঞাত এক তরুণীর। সে ওই ভবনের কেউ নয় বলে দাবি বাসিন্দাদের। মৃত্যুর রহস্য উদঘাটনে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২৮ মার্চ ২৫) দুপুরে ময়মনসিংহ নগরীর প্রাণকেন্দ্র গাঙ্গিনারপাড় মোড়ের ‘বর্ণালী সিটি সেন্টার’ নামে একটি বহুতল ভবনে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত তরুণীর পরিচয় পাওয়া যায়নি। সে এই ভবনের কেউ নয় বলে জানিয়ে ঘটনায় হতবাক ভবনটির বাসিন্দারা। এ ঘটনাকে রহস্যজনক বলছেন স্থানীয়রা।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুপুর ১টা ১১ মিনিটে গেট দিয়ে ভবনে প্রবেশ করে নীল জামা পরিহিত এক তরুণী। মুখে মাস্ক থাকায় চেনার উপায় নেই। দারোয়ান না থাকায় সোজা লিফটে চলে যায় সে। ঠিক দুই মিনিট পর ১২ তলায় লিফট থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে চলে যায় ছাদে। কিছু সময় পর ভবনের নিচে মেলে তার নিথর দেহ।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি বলেন, তরুণীর মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রহস্য উদঘাটনে চলছে তদন্ত। নিহত তরুণীর বয়স আনুমানিক ২৫ বছর। পরিচয় নিশ্চিতের জন্য কাজ করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025