প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২, ২০২৫, ১:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৭, ২০২৫, ৬:০৫ পি.এম
ময়মনসিংহ নগরীতে তুই বলায় যুবকে কুপিয়ে হত্যা

আবুল কালাম আজাদ ময়মনসিংহ প্রতিনিধি:
তুই বলার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ময়মনসিংহ নগরীতে মোঃ সজীব নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৬ মার্চ ২৫) দিবাগত রাত ১১টার দিকে হামিদ উদ্দিন রোডে এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত সজীব হামিদ উদ্দিন রোডের আবুল কামাল আজাদের ছেলে। তিনি বাবার হোটেল পরিচালনায় সহযোগিতা করতেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান জানান বড় ভাই ছোট ভাই দ্বন্দ্বে খুন হয়েছে সজীব। রাতে হামিদ উদ্দিন রোডের শফিক মিয়ার ছেলে মন্টি এবং সজীব সহ বেশ কয়েকজন আড্ডা দিচ্ছিল। এ সময় সজীব মন্টিকে তুই বলায় দুই জনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মন্টি দোকান থেকে সুপারি কাটার যাঁতি এনে সজীবকে কুপিয়ে আহত করে।
তিনি আরও জানান, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে। ঘটনার পরপরই মন্টি গা ঢাকা দিয়েছে। তাকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025