প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ২:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১২, ২০২৫, ৫:৩২ পি.এম
মার্চ ফর গাজা সংহতিতে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল

একরামুল হক একরাম, লালমনিরহাট প্রতিনিধি:
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন ও নৃশংসতার প্রতিবাদে এবং গাজাবাসীর প্রতি সংহতি জানাতে লালমনিরহাটে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাট জেলার স্থানীয় সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ ও সচেতন মুসলমান এতে অংশ নেয়।
আজ (১২ ই এপ্রিল) বিকেল তিনটায় তৌহিদ মুসলিম জনতার ব্যানারে শহরের বিভিন্ন পয়েন্টে থেকে হাজারো মানুষ ফিলিস্তিনি পতাকা ও প্রতিবাদী প্ল্যাকার্ড হাতে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে অংশ নেন। বক্তারা ইসরায়েলের হামলার নিন্দা করে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ দাবি করেন। এসময় দীর্ঘ মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। অংশগ্রহণকারীরা গাজায় যুদ্ধ বন্ধ করো, ফিলিস্তিনের পক্ষে বিশ্ব দাঁড়াও ইত্যাদি স্লোগান দেন।
মার্চ ফর গাজার লালমনিরহাটে বক্তব্য রাখেন
হাসান সুলতান মাহমুদ ইসলামি আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলামের রায়হানুল ইসলাম, সবুজ মিয়া মুখ্য সংগঠক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।হাবিবুর রহমান হিমেল ছাত্রদল,এ কে এম মমিনুল হক সাবেক চেয়ারম্যান,সাকিনুর ইসলাম থানা পাড়া মসজিদ, হামিদুর ইসলাম সদস্য সচিব বৈষম্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লালমনিরহাট, এ্যাডভোকেট আবু তাহের জামায়াতে আমির লালমনিরহাটের জেলা শাখা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025