প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ২:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৩, ২০২৫, ১২:৪৮ পি.এম
ময়মনসিংহের ভালুকায় ঝড়ে পিডিবির ৮টি বিদ্যুৎ খুঁটি ভেঙে পড়েছে

ময়মনসিংহের ভালুকায় ঝড়ে পিডিবির ৮টি বিদ্যুৎ খুঁটি ভেঙে পড়েছে
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় কালবৈশাখী ঝড়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)-এর অন্তত ৮টি বিদ্যুৎ খুঁটি ভেঙে পড়ে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
রবিবার (১৩ এপ্রিল২৫) সকালে ভালুকা-মল্লিকবাড়ী সড়কের ভয়াবহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খুঁটিগুলো সড়কের উপর এবং পাশের একটি মাছের ফিশারিতে ভেঙে পড়ে, এতে করে যান চলাচলেও চরম দুর্ভোগ দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, ভালুকা থেকে টাঙ্গাইলের সখিপুর পর্যন্ত ৩৩ কেভি ক্ষমতাসম্পন্ন একটি নতুন সঞ্চালন লাইনের কাজ চলছিল। এই লাইনটির জন্য সম্প্রতি স্থাপন করা হয়েছিল নতুন খুঁটিগুলো। কিন্তু বিদ্যুৎ সরবরাহ চালুর আগেই ঝড়ের তাণ্ডবে খুঁটিগুলো ভেঙে পড়ে যায়।
এছাড়াও মল্লিকবাড়ী এলাকার পূর্ব থেকে বিদ্যুৎ সরবরাহে সচল থাকা লাইনের কয়েকটি পুরাতন খুঁটিও ঝড়ে উপড়ে পড়ে যায়। এতে ওই এলাকার বেশ কয়েকটি গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় এবং রাতভর অন্ধকারে কাটাতে হয় স্থানীয়দের।
এ বিষয়ে ভালুকা বিদ্যুৎ অফিসের এক কর্মকর্তা জানান, ঝড়ে নতুন ও পুরাতন খুঁটি ভেঙে পড়েছে। মেরামতের কাজ শুরু হয়েছে এবং দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025