ঢাকাFriday , 11 April 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ ত্রিশালে বাস সিএনজি সংঘর্ষে নারীসহ নিহত ২

admin
April 11, 2025 1:22 pm
Link Copied!

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের ত্রিশালের বালিপাড়া সড়কে বাস-সিএনজি সংঘর্ষে এক নারী ও অজ্ঞাত সিএনজি চালকসহ নিহত হয়েছেন ২ জন। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজিতে থাকা আরও ৩ যাত্রী।

বৃহস্পতিবার (১০ এপ্রিল ২৫) ৮টার দিকে ময়মনসিংহের ত্রিশাল-বালিপাড়া সড়কের বীর রামপুর শেখ বাজার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিলুফার স্বামী আহত রিপন মিয়া জানান, তাদের কর্মস্থল গাজিপুরের মাওনা। ত্রিশাল থেকে সিএনজি করে ছোট ভাইয়ের ছেলের বিয়ে উপলক্ষ্যে গৌরীপুরের নিজ বাড়ি যাচ্ছিলেন। তাদের সিএনজিটি ত্রিশাল বালিপাড়া সড়কের বীর রামপুর শেখ বাজার এলাকায় পৌঁছালে পিছন থেকে দ্রুত গতিতে আসা একটি বাসের ধাক্কায় সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় তার স্ত্রী ও সিএনজি চালক।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহম্মেদ ঘটনার সততা নিশ্চিত করে বলেন, এ দুর্ঘটনায় ২জন নিহত হয়েছেন। ২ জনের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। আহত তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনজনের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।