প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ১০:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১১, ২০২৫, ১:২২ পি.এম
ময়মনসিংহ ত্রিশালে বাস সিএনজি সংঘর্ষে নারীসহ নিহত ২

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশালের বালিপাড়া সড়কে বাস-সিএনজি সংঘর্ষে এক নারী ও অজ্ঞাত সিএনজি চালকসহ নিহত হয়েছেন ২ জন। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজিতে থাকা আরও ৩ যাত্রী।
বৃহস্পতিবার (১০ এপ্রিল ২৫) ৮টার দিকে ময়মনসিংহের ত্রিশাল-বালিপাড়া সড়কের বীর রামপুর শেখ বাজার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিলুফার স্বামী আহত রিপন মিয়া জানান, তাদের কর্মস্থল গাজিপুরের মাওনা। ত্রিশাল থেকে সিএনজি করে ছোট ভাইয়ের ছেলের বিয়ে উপলক্ষ্যে গৌরীপুরের নিজ বাড়ি যাচ্ছিলেন। তাদের সিএনজিটি ত্রিশাল বালিপাড়া সড়কের বীর রামপুর শেখ বাজার এলাকায় পৌঁছালে পিছন থেকে দ্রুত গতিতে আসা একটি বাসের ধাক্কায় সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় তার স্ত্রী ও সিএনজি চালক।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহম্মেদ ঘটনার সততা নিশ্চিত করে বলেন, এ দুর্ঘটনায় ২জন নিহত হয়েছেন। ২ জনের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। আহত তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনজনের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025