স্টাফ রিপোর্টার:-রংপুরের ৩টি উপজেলার এক হাজার ৩শ হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে রমজান ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে। রংপুর সদর, মিঠাপুকুর ও পীরগাছা উপজেলার এসব পরিবারকে এই সহায়তা দেয়া হয়।
গতকাল সোমবার সকালে পীরগাছা উপজেলার শাহ ইছাব উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এর উদ্বোধন করেন রংপুরের আঞ্চলিক সমন্বয়কারী শামীম বাহার।
দাতা সংস্থা (মা) মুসলিম এইড অস্ট্রোলিয়ার অর্থায়নে এবং ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ, ঢাকা এর বাস্তবায়নে প্রত্যক পরিবারকে ২৫ কেজি চাল, ২ কেজি আটা, ৩ লিটার তেল, ৩ কেজি চিনি, এক কেজি মসুর ডাল, ২ প্যাকেট সেমাই এবং ৫০০ গ্রাম খেজুর দেয়া হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।