প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৯, ২০২৫, ১:১২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৮, ২০২৫, ১০:৩৫ পি.এম
রেলস্টেশনের ছিন্নমূল মানুষের মাঝে সেহেরি’র খাবার নিয়ে ছুটলেন মানবিক ট্রাফিক সার্জেন্ট জাহাঙ্গীর আলম

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা
থাকার জন্য রেলস্টেশন প্লাটফর্ম বেছে নিলেও খাবারের ব্যবস্থা হয়না তাদের, ইফতার পেলেও, সেহেরি'র খাবার জোটেনা তাদের ভাগ্যে শিরোনামে গাইবান্ধার স্থানীয় গণমাধ্যমকর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাস দেখে জেলা পুলিশের ট্রাফিক সার্জেন্ট একজন মাণবিক কর্মকর্তা বাসা থেকে ছিন্নমূল মানুষের জন্য সেহেরি'র খাবার রান্না করে ছুটে যান সহযোগিতার হাত বাড়াতে।
১৮ মার্চ মঙ্গলবার দিবাগত রাতে গাইবান্ধা রেলস্টেশনে থাকা ছিন্নমূল মানুষ ৫০ জনের মাঝে এসব খাবার তুলে দেন ট্রাফিক সার্জেন্ট জাহাঙ্গীর আলম। এ সময় গণমাধ্যমর্মীরা উপস্থিত ছিলেন।
ট্রাফিক সার্জেন্ট জাহাঙ্গীর আলম জানান,ফেসবুকে স্ট্যাটাস দেখার পর সিদ্ধান্ত নেই তাদের পাশে থাকার। মানুষের জন্য মানুষ তাই চেষ্টা করি নিজের সাধ্যমতো।
আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025