প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৫, ৯:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৮, ২০২৫, ১:৫৩ পি.এম
লালমোহনে আন্তঃজেলা গরু চোর চক্রের ১১ জন আটক

লালমোহন প্রতিনিধিঃ
ভোলার লালমোহন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে আন্তঃজেলা গরু চোর ডাকাত ও চিনতাইকারী চক্রের ১১ জনকে আটক করেছে। এ সময় চোরাইকৃত ৪টি গরু উদ্ধার করা হয়। আজ শনিবার সকালে অটিককৃত ১১ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে। শনিবার সকালে এ ব্যাপারে লালমোহন থানায় প্রেস ব্রিফিং অতিরিক্ত পুলিশ সুপার লালমোহন (সার্কেল) মোঃ বাবুল আক্তার। জানান গত ২মার্চ দিবাগত রাতে লালমোহন উপজেলা চর কচুয়াখালী থেকে মোঃ জাকির মাঝি ও তার আত্মীয়ার গরু খোয়ার থেকে ১৬টি গরু লুট করে নিয়ে যায় ডাকাত দল। ৩ মার্চ জাকির মাঝি লালমোহন খানায় ৩৭৯ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা পরবর্তীতে লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওসি ও অন্যান্য অফিসার ফোর্স গণ তথ্য প্রযুক্তি ও বিভিন্ন সোর্সের মাধ্যমে বরিশাল শহর পটুয়াখালী জেলার বাউফল উপজেলার মাঝেচর এলাকায় অভিযান পরিচালনা করে মূল অপরাধী চক্রের সক্রিয় সদস্য মোঃ নূরু গাজী (৪৫) জুয়েল মৃধা ৩০. মাইনুদ্দিন আবুল হাসেম (৪০) আবু তাহের (৪৭) দের আটক করে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025