প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৭, ২০২৫, ১২:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ১:২৬ পি.এম
লালমোহনে গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু

লালমোহন (ভোলা) প্রতিনিধি
লালমোহন উপজেলায় গাছ থেকে পড়ে কবির হোসেন নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলা বদরপুর ইউনিয়নে ৩ নং ওয়ার্ডে বাচ্চু মেকারের বাড়ি এ ঘটনা ঘটে। কবির হোসেন নামে ওই দিনমজুর ওই ওয়ার্ডের ঋতু তোবারক আলীর ছেলে। স্থানীয়রা জানাম কবির দীর্ঘদিন যাবত ওই এলাকার গাছ কাটা এবং পরিছন্ন কাজ করত। শনিবার সকালে তিনি বাচ্চু মেকারের বাড়িতে গাছ কাটতে যান। দুপুর সাড়ে বারোটার দিকে একটি রেন্ডি গাছের ডাল কাটতে ওঠেন এবং সেখান থেকে পরে যান। এরপর আশেপাশের কিছু লোক দেখতে পেয়ে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে মৃত্যু বলে ঘোষণা করেন। এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিরাজুল ইসলাম বলেন খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থনে গেয়ে মরদেহ সুরতাল প্রতিবেদন তৈরি করছে। কোন অভিযোগ না থাকায় ওই ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025