প্রিন্ট এর তারিখঃ মার্চ ২৪, ২০২৫, ৮:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২২, ২০২৫, ৬:০৬ এ.এম
লালমোহনে চর উমেদ ও মোতাহার নগরে বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল

লালমোহন ভোলা প্রতিনিধিঃ
ভোলার লারমোহন উপজেলা ৭নং পশ্চিম চর উমেদ ইউনিয়ন ও ১০নং মোতাহার নগর ইউনিয়ন বি.এন.পির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে পশ্চিম চর উমেদ ও মোতাহার নগর ইউনিয়ন বি. এন. পির আয়োজনে গজারিয়া গার্লস স্কুল এন্ড কলেজের মাঠে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বি. এন. পি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বি. এন. পির স্থায়ী কমিটির সদস্য এবং ভোলা-৩ আসনের ৬বারের সাবেক এমপি মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদের (বীর বিক্রম) সুস্থতার সঙ্গে দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পশ্চিম চর উমেদ ইউনিয়ন বি. এন. পির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল শহীদ মিয়ার সভাপতিত্বে ও পশ্চিম চর উমেদ ইউনিয়ন বি. এন. পির সাধারণ সম্পাদক মোস্তফা মাতব্বর এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বি. এন. পির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর সভা বি. এন. পির আহ্বায়ক ছাদেক মিয়া ঝান্টু। উপজেলা বি.এন.পির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ্য ফরিদ উদ্দীন, সফিউল্লাহ হাওলাদার, সোহেল আজিজ শাহিন, পৌরসভা বি.এন.পির সদস্য সচিব জাকির ইমরান, উপজেলা যুবদলের সভাপতি কবির হাওলাদারসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025