লালমোহন প্রতিনিধ
ভোলার লালমোহনে শিক্ষার্থীদের বাড়ি ফেরার পথ মালবাহী টলির ধাক্কায় দুমড়ে মুছরে গেছে স্কুল বাস। এতে বাসের শিশু হেলপার মৃত্যু হয়েছে। তার নাম লিমন। আহত হয়েছে আরো ৭ শিক্ষার্থী বৃহস্পতিবার রাত ১০ টার দিকে লালমোহন ডাওরী বাজারের দক্ষিণ পাশে! প্রধান স্বডকে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে লালমোহন পৌর শহরে ৮ নং ওয়ার্ডে অবস্থিত প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান হা মিমর রেসি: স্কুল এন্ড কলেজের ৭ নং স্কুল বাসটি রাতে ছুটি শেষে শিক্ষার্থীদের নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে ঘটনাস্থলে একটি মালবাহী ট্রলি র সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ই বাসটি দুমড়ে মুছে যায়। শিক্ষার্থী ও বাস চালক হেলপারদের স্থানীয়রা উদ্ধার করে লালমোন স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে চালক ও হেলপার লিমনের অবস্থা আশঙ্কাজনক দেখে তাদেরকে বরিশাল রেফার করে। বরিশাল নিলে শুক্রবার সকাল ৯টার দিকে হেল্পার লিমনের মিত্র হয়। তার বয়স ১৫ ১৬ বছর। লিমনের বাড়ি বোরহান উদ্দিন উপজেলা মনিরাম এলাকায় লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম স্কুল বাস ও ট্রলি র সংঘর্ষে মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক