প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৭, ২০২৫, ১০:২০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ৫:৩০ পি.এম
লালমোহনে মৎস্য অভিযানে অবৈধ চাই ও জল জব্দ

লালমোহন (ভোলা) প্রতিনিধি
ভোলার লালমোহন উপজেলায় জাটকা ইলিশ সংরক্ষণে লক্ষ্যে নদীতে অভিযান চালিয়ে পাঙ্গাসের পোনা নিধনকারী অবৈধ চাই ও জাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা মৎস ্য অফিসের উদ্যোগে মেঘনা নদীর আভয়াশ্রমে অভিযান চালিয়ে এ চাই জাল জব্দ করা হয়।
এ সময় ১ টি পাঙ্গাসের পোনা নিধনকারী অবৈধ চাই ও ৬ হাজার মিটার টাইগার জাল জব্দ করা হয়েছে। পরে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ও চাই এবং জাল ধ্বংস করা হয়।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলি আহমেদ আখনের দিক নির্দেশনায় অভিযানে ও উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্রে সহকারি মোঃ নেসার উদ্দিন তথ্য সংগ্রহকারী মোঃ নূরনবী অফিস সহকারী কখন সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তন মোহাম্মদ সাইদুর রহমান জানান
আগামী ৩০ শে এপ্রিল পর্যন্ত লালমোহন মেঘনা ও তেতুলিয়া
অভয়াশ্রম ১১ই জুন পর্যন্ত সমুদ্র মৎস্য আহারনে নিষেধাজ্ঞা বাস্তবায়নের আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025