প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৫, ১০:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৬, ২০২৫, ৫:২২ পি.এম
লালমোহনে শিক্ষকের বসত ঘরে শূন্য অলংকার সহ লুট

লালমোহন প্রতিনিধি
ভোলা লালমোহন উপজেলায় জালানার গ্রিল ভেঙে টেক শিক্ষকের বসত ঘরে ঢুকে অচেতন করে নগদ টাকা মোবাইল শূন্য অলংকার লুটের ঘটনা ঘটে। শুক্রবার রাতে আনুমানিক তিনটার দিকে উপজেলা রহমগঞ্জ ইউনিয়নে 1 নং ওয়ার্ড ের কর্তারহাট এলাকায় শিক্ষক মোহাম্মদ নুর নবীর বসত ঘরে এই ঘটনা ঘটে। তিনি জানান শুক্রবার রাতে খাবার খেয়ে স্ত্রী সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়ি। এসময় রাত আনুমানিক তিনটার দিকে একটু চোর চক্র ঘরের জানালা ভেঙ্গে প্রবেশ করে। চেতনা নাশক ঔষধ স্পাই করে ঘরে আলমারি থেকে নগর টাকা ১০ হাজার মোবাইল কাপড়চোপড় শুন্য অলংকার সব লুট করে নিয়ে যায়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025