ঢাকাSunday , 9 February 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

লালমোহনে ২১টি অসহায় পরিবারকে বিভিন্ন সামগ্রী উপহার

admin
February 9, 2025 3:19 pm
Link Copied!

মোঃ নিজাম লালমোহন প্রতিনিধিঃ ভোলার লালমোহন উপজেলায় অসহায় এবং দুঃস্থ পরিবারকে স্বাবলম্বী করতে অনন্য উদ্যোগ নিয়েছে বন্ধন ফাউন্ডেশন গজারিয়া—২০০০ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শনিবার সকালে ওই সংগঠনটির পক্ষ থেকে উপজেলা পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে স্বাবলম্বী করণ প্রকল্প সূচনা এর আওতায় প্রাথমিক পর্যায়ে ২১টি পরিবারকে প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী উপহার দেওয়া হয়। এসব উপহার সামগ্রীর মধ্রে ১৪টি পরিবারকে ১টি করে ছাগল, একজনকে ভ্যানগাড়ি, স্টলসহ ৪ জনকে মোদি দোকান, ১ জনকে অটোরিক্সার ৫টি ব্যাটারী এবং এক নারীকে টেইলার্সের কাপড় উপহার দেওয়া হয়। বন্ধন ফাউন্ডেশন গজারিয়া—২০০০ এর সভাপতি কবির হোসেন লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. রুহুল কুদ্দুস খানের সঞ্চালনায় এসময় গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মোঃ মোজ্জামেল হক মাষ্টার হাফিজ আহমেদ ও জয়নাল আবেদিন, গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিবুল্লাহ এবং গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহসিন কবির সহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা উপকৃত ছিলেন। জানা গেছে বন্ধন ফাউন্ডেশন গজারিয়া—২০০০ সাধারণত জনসেবামূলক সংগঠন। এছাড়া ভবিষ্যতে সেবামূলক ও সৃজনশীল প্রতিষ্ঠান হিসাবে বন্ধন ফাউন্ডেশন গজারিয়া—২০০০ দীর্ঘমেয়াদি কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ফান্ড গঠন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।