প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১, ২০২৫, ৩:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৫, ২০২৫, ৫:০৮ পি.এম
শিশুস্বর্গের ঈদ উপহার পেয়ে হাসি ফুটলো সীমান্তের পাঁচ শতাধিক শিশুর

মোঃ মিজানুর রহমান মিন্টু, জেলা প্রতিনিধি
ঈদের নতুন জামা ও নতুন টাকা দিয়ে সীমান্তের ৫ শতাধিক শিশুর হাসি ফুটালো স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন শিশুস্বর্গ। মঙ্গলবার (২৫ মার্চ) বেলা ১১টায় জেলার বোদা উপজেলার ব্যাংহাড়ী ইউনিয়নের বোয়ালমারী তেপুকুরিয়া মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের হাতে এসব উপহার তুলে দেন পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার ( অর্থ প্রশাসন) শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে শিশু স্বর্গের প্রতিষ্ঠাতা পরিচালক কবির আকন্দ সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বোদা মডেল থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন,ব্যাংহাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব আলী, ফুলতলা প্রি ক্যাডেট স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা মোজাম্মেল হক প্রধান প্রমুখ। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শিশুস্বর্গ জেলা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
বক্তব্যে অতিথিরা বলেন, আজকের শিশুরা হচ্ছে আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যত। সেই শিশুদের নিয়ে কাজ করছে শিশুস্বর্গ। তা অত্যন্ত ভালো কাজ। প্রতি বছর ঈদের সময় শিশুদের নতুন জামা ও নতুন টাকা দিয়ে যে আনন্দ সঞ্চার করেছেন, সে আনন্দ বিলিয়ে নিজেকে নিহিত করেছেন তা অনন্য উদাহরনমূলক কাজ। শিশুস্বর্গের প্রতিষ্ঠাতা কবীর আকন্দ, তিনি এখানকার স্থায়ী বাসিন্দা না হলেও সুদুর নেত্রকোনা থেকে এসে এখানে শিক্ষার আলো জ্বালিয়েছেন হাজার শিশুদের মধ্যে। শিশুস্বর্গের এমন মহৎ উদ্যোগগুলোকে স্বাগত জানাই।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025