প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২, ২০২৫, ১:২০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৭, ২০২৫, ৫:৫৯ পি.এম
সাভারে ট্রাক চাপায় পুলিশ কর্মকর্তার মৃত্যু, ঘাতক চালক আটক

মোঃ মনির মন্ডল, সাভার
সাভারে উল্টো পথে চলা ট্রাক চাপায় মো. ফজলুর রহমান নামে পুলিশের এক উপ-পরিদর্শক নিহত হয়েছেন। স্থানীয়দের সহায়তায় ঘাতক ট্রাক চালককে আটক করেছে।
বৃহস্পতিবার দুপুরে সাভারের বলিয়ারপুর এনারকাটা এলাকা থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকার বাংলাদেশ স্পেশালাইস্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ৫ টা ১৯ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা।
জানা যায়, নিহত মো. ফজলুর রহমান সাভার মডেল থানায় উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল থানার মেরেঙ্গা গ্রামের মৃত সুনু ভুঁইয়ার ছেলে।মৃত্যুকালে এস আই ফজলুর রহমানের বয়স হয়েছিল ৩৯ বছর। তিনি বৃদ্ধ মা, দুই ভাই, তিন বোন এবং স্ত্রী শাহনাজ আক্তার মেঘলাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দুই সন্তানের জনক। তারা হলেন, মেয়ে ফারহানা রহমান আয়াত(৪) ও ছেলে মসিউর রহমান আলভী (২)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর দেড়টায় সাভারের বলিয়ারপুর থেকে দায়িত্ব পালন শেষে সাভার মডেল থানায় ফেরার পথে বলিয়ারপুর এনারকাটা এলাকায় তার মোটরসাইকেলটির ওপর রং সাইডে উল্টো পথ ধরে আসা একটি ট্রাক তুলে দেয়। পরে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার বাংলাদেশ স্পেশালাইস্ট হাসপাতালে প্রেরণ করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় ঘাতক ট্রাক চালককে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। আটককৃত ওই ট্রাক চালকের নাম মো. রাকিব (২৩)। তিনি ভোলা জেলার বোরহানউদ্দিন থানার কাচিয়া এলাকার আব্দুর রশিদের ছেলে।
এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, আহত অবস্থায় উদ্ধার করে এস আই ফজলুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ঘাতক ট্রাক চালক রাকিবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025