প্রিন্ট এর তারিখঃ মার্চ ৩১, ২০২৫, ৪:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৪, ২০২৫, ৫:২৯ পি.এম
সাভারে বাসে থাকা যাত্রীদের জিম্মি করে ছিনতাইয়ের অভিযোগ

সাভারে বাসে থাকা যাত্রীদের জিম্মি করে ছিনতাইয়ের অভিযো
মোঃ মনির মন্ডল, সাভার
সাভারে একটি চলন্তবাসে দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এসময় ছিনতাইকারীরা লুট করে নেয় একাধিক যাত্রীর মোবাইল, মানিব্যাগসহ মূল্যবান জিনিসপত্র।
সোমবার রাতে পৌনে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রেডিও কলোনি থেকে সিএন্ডবি পর্যন্ত সড়কে এ ঘটনা হয় বলে অভিযোগ করেছেন বাসটির যাত্রীরা।
যাত্রীরা জানান, মানিকগঞ্জগামী শুভযাত্রা পরিবহনের একটি বাস ঢাক-আরিচা মহাসড়কের সাভারের রেডিও কলোনী এলাকায় পৌঁছালে যাত্রীবেশে ৪ থেকে ৫জন ব্যক্তি এতে ওঠে। পরে তারা দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে একাধিক যাত্রীর কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়। এরপর তারা সিএন্ডবি স্ট্যান্ডে চলন্ত বাস থেকে নেমে পালিয়ে যায়।
ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাসে ছিনতাই, আহত ৩ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাসে ছিনতাই, আহত ৩
পরে বাসটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পৌঁছালে যাত্রী ও শিক্ষার্থীরা বাসটিসহ ঘটনায় জড়িত সন্দেহে বাসের চালক, হেলপার ও কন্ডাক্টরকে আটক করে।
পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই তিনজনকে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করে।
এবিষয়ে আশুলিয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, বাসটি যাত্রীরা জাহাঙ্গীরনগর ডেইরি গেটে আটকে রাখেন। পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে যায়। যেহেতু ঘটনাটি সাভার থানার তাই বাসটি ওই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত ফেব্রুয়ারিতে সাভারের পুলিশ টাউন এলাকায় শুভযাত্রা পরিবহনেরই একটি বাসে যাত্রীদের আহত করে ছিনতাই করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025