ঢাকাSunday , 27 April 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সাভারে সাংবাদিকের অফিসে চুরি, ডকুমেন্ট লুট

admin
April 27, 2025 4:46 pm
Link Copied!

 

মোঃ মনির মন্ডল, সাভার

সাভারে দেশ রূপান্তর পত্রিকার সংবাদদাতা ওমর ফারুকের অফিসে ভাঙচুর ও চুরির ঘটনা ঘটেছে। নিউজের গুরুত্বপূর্ণ
ডকুমেন্ট ও আসবাবপত্র ভাঙচুর করে চুরির চেষ্টা করে।

শুক্রবার দিবাগত রাতের আধারে সশস্ত্র দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।

ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন পাকিজা এলাকায় ওকে টাওয়াররের ২য় তলায় সাংবাদিক অফিসের জানালা ভেঙ্গে ল্যাপটপ, প্রিন্টারসহ অন্যান্য মালামাল চুরির চেষ্টা করে। একপর্যায়ে চোর সদস্যরা ভূমি রিপোর্ট করার প্রমাণ হিসেবে রাখা বড় দলিল ভুয়া নামজারি ও খাজনা খারিজের ডকুমেন্টস, এক্সটার্নাল হার্ডডিস্ক, পেনড্রাইভসহ মূল্যবান মালামাল নিয়ে যায়। এব্যাপারে চুরির বিষয়টি জানিয়ে ভুক্তভোগী সাংবাদিক ওমর ফারুক বাদী হয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে সাংবাদিক ওমর ফারুক বলেন, শুক্রবার সাভার-আশুলিয়ার ভূমি অফিসের দালাল চক্র ও ওমেদারদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির তথ্য নিয়ে একটি নিউজ প্রকাশ করেন এর জের ধরেই এমন দূরধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।