ঢাকাSunday , 16 March 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সাভারে সাবেক চেয়ারম্যানের সহযোগী হত্যা মামলায় গ্রেপ্তার।

admin
March 16, 2025 8:15 am
Link Copied!

মোঃ মনির মন্ডল, সাভারঃ সাভারে সাবেক উপজলা চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজিবের একান্ত সহযোগী মামুনকে (৩৫) ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (১৬ মার্চ) বেলা ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ মো. জালাল উদ্দীন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, বিশেষ অভিযান চালিয়ে ঢাকা জেলা উত্তর (ডিবি) পুলিশ সাভারের ব্যাংক কলোনি এলাকা থেকে গ্রেপ্তার করে মামুনকে।

গ্রেপ্তারকৃত আসামি হলো- সাভারের তেঁতুলঝোড়া ভরারী এলাকার বিল্লাল হোসেনের ছেলে মামুন (৩৫)।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মামুন তেঁতুলঝোড়া ইউনিয়ন যুবলীগের স্বঘোষিত সিনিয়র সহ-সভাপতি ছিলেন। এ ছাড়াও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজিবের একান্ত সহযোগী ছিলেন তিনি।

প্রেস বিজ্ঞপ্তিতে সূত্রে আরও জানা গেছে, ছাত্র হত্যার মামলার আসামিসহ সাভারের ত্রাস, কুখ্যাত চাঁদাবাজ, অবৈধভাবে জমি দখলকারী, ওই মামুনের বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।