প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ১২:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৭, ২০২৫, ৩:০৩ পি.এম
সুন্দরগঞ্জে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে দহবন্দ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাখাওয়াৎ হোসেন বাদশাসহ তিন নেতার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট চাঁদা দাবির অভিযোগে সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার দহবন্দ ইউনিয়নের ঝিনিয়া বাজারে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দহবন্দ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাখাওয়াৎ হোসেন বাদশা, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আজিজল হক এবং যুবনেতা আঙ্গুর মিয়ার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি কুচক্রী মহল সংবাদমাধ্যমে মিথ্যা চাঁদা দাবির অভিযোগ তুলে অপপ্রচার চালিয়েছে। তারা এই মিথ্যাচারের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দায়ীদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বক্তারা আরও বলেন, গত ২ এপ্রিল ঢাকার আশুলিয়া থানার পূর্ব নরসিংহপুর এলাকায় তানিয়া আক্তার মনি (২১) নামের এক নারী আত্মহত্যা করেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয় এবং পুলিশ সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। পরে পারিবারিক সিদ্ধান্তে তার মরদেহ সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের পূর্ব ঝিনিয়া গ্রামের আত্মীয় নুরুন্নবী মিয়ার বাড়িতে এনে দাফন করা হয়। কিছুদিন পর ওই আত্মীয় নুরুন্নবী মিয়া বিভ্রান্তিকর ও বানোয়াট তথ্য উপস্থাপন করে রাজনৈতিক উদ্দেশ্যে দহবন্দ ইউনিয়ন বিএনপির নেতাদের জড়িয়ে চাঁদা দাবির মিথ্যা অভিযোগ সংবাদমাধ্যমে ছড়ান। বক্তারা এই উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানান এবং বলেন, এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ।
তারা বলেন, দলের জনপ্রিয় নেতাদের হেয়প্রতিপন্ন করতে এবং রাজনৈতিকভাবে হয়রানি করতেই এই অপচেষ্টা চালানো হয়েছে।
সমাবেশে বক্তব্য রাখেন দহবন্দ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাখাওয়াৎ হোসেন বাদশা, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সাখাওয়াৎ হোসেন মিলন, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আজিজল হক, যুবনেতা আঙ্গুর মিয়া, গোলাম আজম ফুলসহ অনেকে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025