ঢাকাMonday , 28 April 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

হাবিপ্রবিতে ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন এর রংপুর বিভাগীয় কারিগরি কর্মশালা অনুষ্ঠিত

admin
April 28, 2025 5:04 pm
Link Copied!

দিনাজপুর প্রতিনিধি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ শাখা (ডব্লিউ¬পিএসএ-বি.বি.) এর রংপুর বিভাগীয় কারিগরি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ এনামউল্যা।
ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. রকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শফিকুল ইসলাম সিকদার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আব্দুর রহিম এবং নর্থ পোল্ট্রি প্রাইভেট লিমিটেড ও নর্থ এগস লিমিটেড এর জনাব মোঃ কামরুল হক মানিক। স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডা. বিপ্লব কুমার প্রামানিক।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ এনামউল্যা বলেন, পৃথিবীর বুকে বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ তাই পোল্ট্রি শিল্পকে টেকসই করতে প্রযুক্তি নির্ভর উৎপাদন ব্যবস্থা অপরিহার্য। তিনি বলেন, বছরে আমরা গড়ে ১৪০ টি করে ডিম খাই অথচ আমাদের তরুণ প্রজন্মের দিনে দুটি করে ডিম খাওয়া প্রয়োজন। সমাজের সুবিধাবঞ্চিত মানুষরা গড়ে বছরে এই ১৪০ টা করে ডিমও খেতে পারেনা, কিন্তু তারাই এই দেশটাকে টিকিয়ে রেখেছে। যারা ডিম উৎপাদন করে তারা এটা খেতে পারেনা, তাই এদিকে আমাদের নজর দিতে হবে। প্রোটিনের চাহিদা মেটাতে ডিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই এটিকে আরও সহজলভ্য করতে আপনাদের কাজ করে যেতে হবে।
কর্মশালায় পোল্ট্রি শিল্পের উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন দক্ষতা বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য উৎপাদন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী এবং পোল্ট্রি সংশ্লিষ্ট উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।