ঢাকাSunday , 4 May 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

হাবিপ্রবির ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে তথ্য বিনিময় সভা অনুষ্ঠিত

admin
May 4, 2025 5:11 pm
Link Copied!

 

দিনাজপুর প্রতিনিধি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষ্যে রবিবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ সকল শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের সাথে পর্যায়ক্রমে তথ্য বিনিময় সভা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা। ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক প্রফেসর ড. হাসান ফুয়াদ এল তাজ এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার এবং ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান।

তথ্য বিনিময় সভায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা ভর্তি কার্যক্রমের প্রতিটি ধাপ সুষ্ঠুভাবে পরিচালনার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, ভর্তি পরীক্ষা একটি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তির প্রতিচ্ছবি। সুতরাং এটি শতভাগ নির্ভুল, স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা অত্যন্ত জরুরি। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিকতা, পেশাদারিত্ব এবং সময়ানুবর্তিতা বজায় রেখে নিজ নিজ দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান। পরিশেষে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সভায় অংশগ্রহণকারী শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীগণ ভর্তি পরীক্ষার সফল আয়োজনের জন্য প্রয়োজনীয় মতামত এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই উদ্যোগ ভর্তি কার্যক্রমকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সকলেই আশাবাদ ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।