দিনাজপুর প্রতিনিধি
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) লাইব্রেরির শিক্ষার পরিবেশ উন্নয়নের লক্ষ্যে তৃতীয় তলায় এয়ার কন্ডিশনার (এসি) স্থাপন করা হয়েছে। শুক্রবার উক্ত এসি স্থাপন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা। এ সময় উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, লাইব্রেরিয়ান প্রফেসর ড. মো. আহসানুল কবির, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালকসহ অন্যান্য কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এই কাজ গুলো বড় কিছু নয়, এটা তোমাদের মৌলিক চাহিদা। আমরা সাধ্যমত তোমাদের বিভিন্ন দাবী পূরণের জন্য কাজ করছি। একাডেমিক ও অন্যান্য বিষয়ে লেখা পড়ার জন্য লাইব্রেরির বিকল্প নেই। তাই প্রত্যেক শিক্ষার্থীদের অবশ্যই লাইব্রেরিমুখী হওয়া উচিত। সকলকে খেয়াল রাখতে হবে যেন অতিরিক্ত সময় ব্যয় করার ফলে বা আসন ধরে রাখার কারণে অন্য সহপাঠীরা অধ্যয়নের সুযোগ থেকে বঞ্চিত না হয়। তোমরা লাইব্রেরিতে এসে পড়াশোনা করতেছো, এটা আমার অনেক ভালো লেগেছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। পরিশেষে তিনি সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সুস্থ্যতা ও কল্যাণ কামনার পাশাপাশি বিশ^বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক