ঢাকাWednesday , 26 March 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

হিলিতে বিএসএফকে মিষ্টি উপহার দিলেন বিজিবি

admin
March 26, 2025 1:21 pm
Link Copied!

  • দিনাজপুর প্রতিনিধি

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হাকিমপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)কে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিএসএফের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে বিজিবিকে।
বুধবার সকালে হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূণ্য রেখায় বিজিবির হিলি আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার অসিম মারাক ভারতের হিলি বিএসএফের ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর রোহিত শর্মার হাতে মিষ্টি তুলে দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানায়। পরে বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে ফুল উপহার দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানায়।
জয়পুরহাট ২০-বিজিবি ব্যাটালিয়ন অধিনায়কের পক্ষ থেকে ভারতের ৭৯ বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক, স্টাফ অফিসার, হিলি বিএসএফ ক্যাম্প, আইসিপি গেটের জন্য ৪ প্যাকেট মিষ্টি উপহার দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানো হয়েছে। এ সময় বিএসএফের পক্ষ থেকে আমাদেরকে ফুল উপহার দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছে।
বিজিবির হিলি আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার অসিম মারাক বলেন, সীমান্তে সৌহার্দ্য-সম্পৃতি-ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে দু দেশের বিভিন্ন জাতীয় দিবস ও ধর্মীয় উৎসবগুলোতে দু বাহিনীর পক্ষ থেকে একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকে। দীর্ঘদিন ধরেই হিলি সীমান্তে এই ধরনের রেওয়াজ চলে আসছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।