ঢাকাThursday , 8 May 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

হয়তো আর আমাদের আমদানি করতে হবেনা-স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

admin
May 8, 2025 6:05 pm
Link Copied!

 

মোঃ আব্দুর রাজ্জাক, দিনাজপুর প্রতিনিধি

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, প্রায় আমাদের ৪০ শতাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। আমাদের লোক সংখ্যা ছিল সাড়ে ৭ কোটি সেই সময় আমাদের কৃষি জমির সংখ্যা আরও বেশি ছিল। এখন প্রায় ১৮ কোটি লোকসংখ্যা কিন্তু কৃষি জমির সংখ্যা অনেক কমে গেছে। তারপরেও আমাদের উন্নত জাতের ধান এবং কৃষক কঠোর পরিশ্রম ও বিজ্ঞানীদের কঠোর পরিশ্রমের কারণে আমাদের এত উৎপাদন।

বৃহস্পতিবার দুপুরে দিনাজপুরের বিরলের মোকলেছপুর ইউনিয়নের ঢেলপীর ব্লকে ব্রি ধান-৮৮ নমুনা শস্য কর্তন উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গত বছর আমাদের আমদানি করতে হয়নি। এ বছর বেশ ভালো উৎপাদন হয়েছে। হয়তো আর আমাদের আমদানি করতে হবেনা।

পাক-ভারত যুদ্ধ এবং আমাদের সীমান্তে সম্প্রতিকালের ঘটনায় সীমান্তের কৃষকদের ভীতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, এখানে ভীতির কোনও কারণ নাই। আমাদের সীমান্তে সম্পূর্ণ নিরাপদ। কৃষকরা ভালোভাবে ধান কাটতে পারবে।

এ সসময় তিনি সাংবাদিকদের সত্যি সংবাদ পরিবেশনের অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনারা যদি সত্যিভাবে সংবাদ প্রকাশ করেন এতে আমরা অনেক ভাবে উপকৃত হই। অনেক সময় যদি কোন মিথ্যা সংবাদ দেওয়া হয় আমাদের প্রতিবেশিরা এতে সুবিধা পেয়ে যায়। অনেকে এটি নিয়ে মিথ্যে রটনা রটায়।

তিনি বলেন, আপনারা সব সময় আমাকে জিজ্ঞাসা করেন শান্তি-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। ‘এই যে দেখেন এখানে আপনারা কয়েকজন আছেন। আপনারা নিজেরা নিজেরাই শান্তি-শৃঙ্খলা রাখতে পারেন না। তাহলে আমার পক্ষে ১৮ কোটি লোকের শান্তি-শৃঙ্খলা রাখতে কী কষ্ট বোঝেন। আপনারা নিজেরা সব শিক্ষিত লোক এখানে, সমাজের উচ্চ শ্রেণির লোক। আপনাদের শান্তি-শৃঙ্খলা রাখতে কত কষ্ট হয়।

উপদেষ্টা বলেন, কৃষি জমি সুরক্ষা আইন নতুনভাবে করার চিন্তা-ভাবনা আছে, কিছু দিনের মধ্যেই করা হবে। ভাটা যেন না চলে সেজন্য আমরা নতুনভাবে চিন্তা করতেছি।

এ সময় কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) তরিকুল ইসলাম, রংপুর বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলীসহ রংপুর বিভাগের ৮ জেলার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।