ঢাকাSunday , 20 April 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

১৯ বছর পর অনুষ্ঠিত হলো বোদা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

admin
April 20, 2025 1:21 pm
Link Copied!

মোঃ মিজানুর রহমান মিন্টু,
জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের বোদা উপজেলায় বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আব্দুল মান্নান। এছাড়া সাধারণ সম্পাদক পদে আসাদুল্লাহ আসাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

একই সঙ্গে বেশি সংখ্যক ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রায়হানুল আলম প্রধান রিয়েল ও দেলোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৯ এপ্রিল) রাতে উপজেলার বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন ও ভোট গ্রহণ শেষে কমিটির নাম ঘোষণা করেন কেন্দ্রীয় বিএনপির পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি- রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু।

ফলাফল ঘোষণার পর চার সদস্যের এই কমিটিকে আগামী সাত দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে বলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।