মোঃ নিজাম, লালমোহন প্রতিনিধিঃ
ভোলার লালমোহন উপজেলা জাতীয়তাবাদী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে লালমোহন উপজেলা জাতীয়তাবাদী পরিবারের আয়োজনে ঢাকার নয়া পল্টনের ভি.আই.পি রোডের একটি রেস্টুরেন্ট এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। এতে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিধি হিসাবে বক্তব্য রাখেন বি.এন.পির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা ৩ আসনের ৬ বারের সাবেক এম.পি মেজর অব হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম। এ সময় বক্তব্যে বলেন, বি.এন.পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বি. এন. পি জণগনের ক্ষমতায় বিশ্বাসী, আগামী নির্বাচনে দেশের জনগণই বি. এন. পিকে রাষ্ট্র ক্ষমতায় আনবে। কেবল স্বৈরাচারকে তাড়ানোতেই আমাদের বিজয় সীমাবদ্ধ নয় রাষ্ট্র ক্ষমতায় আসরে পরই বি. এন. পির প্রত্যেকটি নেতাকর্মীর চূড়ান্ত বিজয় নিশ্চিত হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, হীরার সভাপতিত্বে এসময় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক কাজী মোক্তার হোসেন, এস. এম. কবির, রকিবুল ইসলাম রফিক, লালমোহন উপজেলা বি. এন.পির সদস্য সচিব সফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বি. এন. পির আহ্ববায়ক ছাদেক মিয়া আরোও অনেকেই উপস্থিত ছিলেন।