মো: মিজানুর রহমান মিন্টু, পঞ্চগড় সংবাদদাতা :
২০২৫ সালের একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কবি সাহিত্যিক ও নাট্যকার এড. মো: মনোয়ার হোসেন হানিফ এর উপন্যাস ‘ভালোবাসার দহন’ ও কবি সাহিত্যিক ও সমাজসেবক মো: মকসেদ আলীর কাব্যগ্রন্থ ‘পুষ্প কাহন’।
বুড়াবুড়ি উন্নয়ন সমবায় সমিতির আয়োজনে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি মির্জা গোলাম হাফিজ উচ্চ বিদ্যালয় মাঠে আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে কাব্যগ্রন্থ পুষ্প কাহন ও উপন্যাস ভালোবাসার দহন এর মোড়ক উন্মোচন করা হয়।
বুড়াবুড়ি ইউপি চেয়ারম্যান মো: তারেক হোসেনের সভাপতিত্বে বুড়াবুড়ি আয়ুব-উল বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: মোস্তফা কামাল ও শালবাহান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: রুমেল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির সভাপতি মো: শামীম হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া সরকারি কলেজের বিভাগীয় প্রধান প্রফেসর মো: দেলোয়ার হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবীদ মো: হামিদুল হাসান লাবু ও কবি গিয়াস উদ্দিন আহম্মেদ, সিনিয়র শিক্ষক (অব.), হারাদিঘী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কবি সাহিত্যিক ও নাট্যকার এড. মো: মনোয়ার হোসেন হানিফ উপন্যাস ‘ভালোবাসার দহন’ ও কবি, সাহিত্যিক ও সমাজসেবক মো: মকসেদ আলী কাব্যগ্রন্থ ‘পুষ্প কাহন’ বই দুটির বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোকপাত করে বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে কবিদ্বয়কে স্মারক সম্মাননা প্রদান করা হয়।
বই দুটি’র প্রকাশক পলক রায় কর্তৃক অনন্য প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। অমর একুশে বইমেলার ৬৬৯ স্টলে এবং পঞ্চগড় ভাষা সৈনিক সুলতান বইমেলার স্টলগুলিতে পাওয়া যাচ্ছে।