- মোঃ মিজানুর রহমান মিন্টু
পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডাকাত আতংকে ভূগছে এলাকাবাসী। এ নিয়ে গভীর রাতে সড়কে মাইকিং করেছেন বিএনপি নেতা কর্মীরা। শনিবার দিবাগত গভীর রাত থেকে রোববার সকাল পর্যন্ত পুলিশ এবং ডিবির যৌথ অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউপির মালিগছ গ্রামের চিহ্নিত চোরাকারবারী ১.শাহারুল ইসলাম । ২. রংপুর জেলার আব্দুল আজিজের ছেলে মো. আনোয়ার হোসেন (৪১), ৩. রিয়াজউদ্দিনের ছেলে মো. তহিদুল ইসলাম, ৪. আব্দুল জলিলের ছেলে শরিফুল ইসলাম (৩৫), ৫. বাদশা ফকিরের ছেলে মো. হাসানুর, ৬. আব্দুল জব্বারের ছেলে মো. আয়নাল।
বর্তমানে তেঁতুলিয়া মডেল থানায় তাদেরকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। সেই সাথে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ডাকাতদের ।
পুলিশ জানায় গত ২৫ ফেব্রুয়ারি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় স্কুল বাসে ডাকাতির পর সারা বাংলাদেশ পুলিশ ডাকাতদের ধরতে অভিযান শুরু করেন। এরই সুত্র ধরে টাঙ্গাইল জেলা পুলিশের একটি দল ডাকাতদের অবস্থান নিশ্চিত করতে রংপুরে আসেন। একপর্যায়ে ডাকাত দের অবস্থান পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুরে দেখা যায় । পরে টাঙ্গাইল জেলা পুলিশ পঞ্চগড় জেলা পুলিশে বিষয়টি জানায়। খবর পেয়ে পঞ্চগড় পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সির নেতৃত্বে অতিরিক্ত পুলিশ প্রশাসন এস এম শফিকুল ইসলাম, তেঁতুলিয়া থানার ওসি এনায়েত কবীর, সদর থানার ওসি তদন্ত এইচ এস এম সোহরাওয়ার্দি সহ ডিবি পুলিশদের সাথে নিয়ে অভিযান তল্লাশী শুরু করেন। এরই মাঝে রাতেই খবর পাওয়া যায় তেঁতুলিয়ার অজিজনগড় এলাকায় বেলায়েত মাস্টারের বাড়িতে ডাকাতি হচ্ছে। পরে তেঁতুলিয়ায় একদিকে গ্রামগুলোতে তল্লাশী অপরদিকে সড়কের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে নিবির তল্লাশী চালানো হয়। এদিকে রোববার সকালে তেঁতুলিয়া থেকে ভজনপুর দিয়ে বাসযোগে ডাকাতরা পালানোর সময় ভজনপুর চেক পোস্টে বাস থামিয়ে তল্লাশী করলে পাঁচজন ডাকাতকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এ সময় আনোয়ার হোসেন আন্তজেলা ডাকাত দলের সদস্য এবং ডাকাতদের পরিবহন করেন তিনি।
আজিজনগড় এবং ভজনপুর এলাকার স্থানীয়রা জানান গভীর রাতে শেহেরি খাওয়ার সময় বেলায়েত হোসেনের বাড়িতে আট থেকে দশ জনের ডাকাত দল আড়াই ভরি স্বর্ন এবং নগদ ৪০,০০০টাকা নিয়ে পালিয়ে যায়। এছাড়াও ভজনপুর ইউনিয়নের বামনপাড়া গ্রামে ৬-৭জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির চেস্টা করে।
এদিকে তেঁতুলিয়া উপজেলায় ডাকাতি হচ্ছে এমন খবর চাওর হলে গভীর রাতে ভজনপুর-তেঁতুলিয়া মহাসড়কে এসে পুলিশকে সহযোগীতা করেন বিএনপি যুবদল নেতাকর্মীরা। এ সময় তেঁতুলিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. লাবু সড়কে দাড়িয়ে মাইকিং করে এলাকবাসীদের সতর্ক করতে থাকেন। পরে তেঁতুলিয়া উপজেলা বিএনপি সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহিন নেতাকর্মীদের নিয়ে রাতভর পুলিশি কাজে সহায়তা করেন।
রেজাউল করিম শাহিন জানান রাত ১২ টার পর থেকে তেঁতুলিয়াবাসী আতঙ্কিত ছিল। আমি নিজেই পুলিশের কাজে সহযোগীতা করেছি। তেঁতুলিয়া উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে জনগনের পাশে দাঁড়ানোর জন্য বলা হয়েছে।
পঞ্চগড় জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত বর্তমান অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ) এস এম শফিকুল ইসলাম ছয়জন আন্তজেলা ডাকাত দলের সদস্যকে গ্রেফতার নিশ্চিত করে জানান ডাকাত দলের অন্যান্য সদস্যদের ধরতে পুলিশ ডিবি এখনো অভিযান পরিচালনা করা হচ্ছে। আগামিকাল সোমবার সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে।