ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের বদরগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ৩৩ টি ফুয়েল ও ২২ পিস ইয়াবা সহ সুমন মিয়া (২৩)নামে একজন আটক সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবু নাঈম নিশ্চিত করেছে।
জানা যায়,(৪ মার্চ)মঙ্গলবার সন্ধ্যার দিকে
খোলাহাটী কলেজ মোড় নামক জায়গার একটি আমবাগান থেকে সুমন মিয়াকে৩৩ টি ফুয়েল ও২২পিচ ইয়াবা সহ তাকে আটক করে সেনাবাহিনীর একটি দল।
সুমন মিয়া পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামে শহিদুল ইসলামের ছেলে। সেনাবাহিনী ওয়ারেন্ট অফিসার আবু নাঈম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আম বাগানের ভেতর অভিযান চালিয়ে ফুয়েল ও ইয়াবা সহ সুমন মিয়াকে আটক করা হয়।
বদরগঞ্জ থানার ওসি এ কে এম আতিকুর রহমান জানান, সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাকে ফুয়েল ও ইয়াবা সহ আটক করে বদরগঞ্জ থানায় নিয়ে আসে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।