ঢাকাSunday , 9 March 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, ২ কারখানাকে জরিমানা 

admin
March 9, 2025 5:22 pm
Link Copied!

জেলা প্রতিনিধি, রংপুর:

 রংপুরে এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধভাবে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই উৎপাদন ও পরিবেশনের দায়ে ২টি কারখানাকে জরিমানা ও বন্ধ ঘোষণা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ রোববার  (৯ মার্চ) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগের উপ-পরিচালক  জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক মমতাজ বেগম ও জেলার সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, এনএসআই রংপুর জেলা কার্যালয়ের তথ্যের ভিত্তিতে তাজহাট এলাকায় প্রাইড ফুড প্রোডাক্ট কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এসম অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও প্রয়োজনীয় কাগজ না থাকার অভিযোগে  ২০,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া মাহিগঞ্জে অপর একটি কারখানায় বৈধ কাগজ পত্র না থাকায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্চা সেমাই তৈরির দায়ে বাবা বেকারি (নিউ মাইশা ফুড) কে ১৫,০০০ টাকা জরিমানা ও কারখানা টি বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।

অভিযানের সময় এনএসআই, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, আনসার ও ছাত্র প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।