আবুল কালাম আজাদ ময়মনসিংহ প্রতিনিধি:
বুধবার ২৬ শে মার্চ ২০২৫ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আমাদের জাতীয় জীবনে এই দিনটির গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। ১৯৭১ সালের এই দিনে এদেশের মুক্তিকামী আপামর জনতা কাঁধে কাঁধ মিলিয়ে দেশমাতৃকাকে পরাধীনতার শৃঙ্খলমুক্ত করার লক্ষ্যে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। এদিন তৎকালীন ইস্ট পাকিস্তান পুলিশ তথা বাংলাদেশ পুলিশের বীর পুলিশ সদস্যগণ রাজারবাগ পুলিশ লাইনস্-এ পাকিস্তান আর্মি’র ট্যাংক, কামানের বিপরীতে থ্রি নট থ্রি রাইফেল দিয়ে প্রথম বু়লেট ছুঁড়ে স্বাধীনতা যুদ্ধের দামামা বাজিয়ে ছিলেন। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জিত হয় আমাদের চূড়ান্ত বিজয় এবং বিশ্ব মানচিত্রে স্বাধীন দেশ হিসেবে স্থান করে নেয় আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এ কারণেই ‘২৬ শে মার্চ’ আমাদের জাতীয় জীবনে গৌরব ও অনুপ্রেরণার চিরন্তন উৎস হয়ে থাকবে। তাই, আজ জাতি তাঁদের শ্রদ্ধাভরে স্মরণ করবে।
বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ বীর মুক্তিযোদ্ধা ও পুলিশ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, ময়মনসিংহ মহান স্বাধীনতা দিবস-২০২৫ পালন করে।
‘মহান স্বাধীনতা দিবস-২০২৫’ উপলক্ষে বুধবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে ভোর ৫.৫৬ মিনিটে ময়মনসিংহ কেন্দ্রীয় বাস টার্মিনালস্থ মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে রেঞ্জ পুলিশের পক্ষ থেকে মোঃ আবু বকর সিদ্দীক, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
অতিরিক্ত ডিআইজি শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন কমান্ডেন্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ময়মনসিংহ, রাশিদা বেগম পিপিএম; রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) মোরশেদা খাতুন;অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস্), মোঃ মেজবাহ উদ্দিন সহ অত্রাফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।