ঢাকাFriday , 28 March 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগাছায়‌ দীনেশ ফাউন্ডেশনের উদ্যোগে দুই শতাধিক অসহায় ও গরিব মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ।

admin
March 28, 2025 8:32 am
Link Copied!

রফিকুল ইসলাম লাভলু,নিজস্ব প্রতিবেদক:-সাধ্যমত কর দান, কে আছো এ দয়াবান? সমাজ সেবায় বাড়বে মান, তাতেই হবে কল্যাণ”-এ শ্লোগানে রংপুরের পীরগাছায় স্বেচ্ছাসেবী সংগঠন দীনেশ ফাউন্ডেশনের‌ ’ পক্ষ থেকে ২০০ শতাধিক গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উপজেলার ৯নং কান্দি ইউনিয়নের দাদন গ্ৰামের‌ সুমন‌ চন্দ্র বর্মন এর‌ নিজ‌ বাড়িতে‌ থেকে চাল‌ বিতরণ করা হয়।

সভাপতিত্ব করেন ‌ উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতার‌ পিতা শ্রী সুবল‌ চন্দ্র বর্মন ও সঞ্চালনা‌ করেন মশিউর রহমান রতন
সংগঠনের কার্যনির্বাহী সদস্যদের আয়োজনে এতে আরও উপস্থিত ছিলেন মাহবুবুর হোসেন সুমন‌ জেলা স্বেচ্ছাসেবক ‌ দল‌(বিএনপি)সংগঠনের কোষাধ্যক্ষ সৌরভ চন্দ্র বর্মন, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , সাংবাদিক রফিকুল ইসলাম লাভলু , গোলাম আজম , সুজন‌ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দীনেশ ফাউন্ডেশন চেয়ারম্যান সুমন চন্দ্র বর্মন বলেন, ২০১৮ সাল থেকে আমি‌ মানুষের জন্য সেবা ও কল্যাণমুখী প্রতিষ্ঠান চালু করেছি। সেই থেকে আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে গরীব ও অসহায় মানুষদের সাহায্য সহযোগিতা করে যাচ্ছি। সামনেও আমাদের এ ধারা অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দার ‌ভ্যান‌ চলক আবুল হোসেন বলেন দীনেশ ফাউন্ডেশনের‌ এই উদ্যোগকে‌ সাধুবাদ জানাই, প্রত্যক‌ ঈদের সময়‌ তিনি অসহায় ও গরিব মানুষের পাশে থেকে সকাল ধরনে‌ সাহায্য সহযোগিতা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।