ঢাকাTuesday , 8 April 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের শোকসভা অনুষ্ঠিত

admin
April 8, 2025 9:25 am
Link Copied!

 মোঃ আব্দুর রাজ্জাক, দিনাজপুর প্রতিনিধি

জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ এর সভাপতি, ছায়ানট এর প্রতিষ্ঠাতা সভাপতি সংস্কৃতিক বাতিঘর ড. সন্জীদা খাতুনের প্রয়ানে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
“কিছু বা কোন্ চৈত্র মাসে- বকুল ঢাকা বনের ঘাসে মনের কথায় টুকরো আমার কুড়িয়ে পাবে কোন্ উদাসীন” কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানের লাইনকে সামনে রেখে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ দিনাজপুরের আয়োজনে সোমবার রাতে দিনাজপুর নাট্য সমিতির মঞ্চে সংস্কৃতিক বাতিঘর ডা. সানজিদা খাতুনের প্রয়ানের শোক সভায় সভাপতিত্বে করেন জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি মানষ কুমার ভট্টাচার্য্য। মুখ্য আলোচ্যক হিসেবে আলোচনা করেন সাবেক অধ্যাপক মনতোষ দে, কবি গবেষক ডা. মাসুদুল হক, সাংষ্কৃতিক ব্যক্তিত্ব ও নারী নেত্রী ড. মারুফা বেগম ফেন্সী, জিলা স্কুলের শিক্ষক শাহ্জাহান সাজু। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রদীপ ঘোষ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল মতিন সৈকত। জেলা কমিটির কোষাধ্যক্ষ সুমন কান্তি রায়ের পরিচালনায় সংগীত পরিবেশন করেন শিল্পী স্বপ্না রায়, শ্যামলী রায়, শিউলি সরকার, সুমন কান্তি রায়, নুরুল মতিন সৈকত এবং কবিতা আবৃত্তি সুবর্ণা মুখার্জী। বক্তারা বলেন, যে কোনো রাজনৈতিক সংকটে সবসময় সাংস্কৃতির চেতনা অগ্রণী ভূমিকা রেখেছে। শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে ড. সানজিদা খাতুন একজন গুনী ব্যক্তি হিসেবে চিরদিন বেঁচে থাকবে। বাঙালীর অস্থিত্বের জায়গা থেকে হারিয়ে গেলেন ড. সানজিদা। এখন প্রয়োজন প্রগতিশীল সংগঠনগুলোকে একটা বড় প্লাটফর্মে আনতে না পারলে রাষ্ট্র হয়তো চলবে কিন্তু সংস্কৃতিকে রক্ষা করা সম্ভব হবে না। এসময় উপস্থিথ ছিলেন নবরূপীর সভাপতি আব্দুস সামাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুরের সভাপতি সুলতান কামালউদ্দীন বাচ্চু, নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু, শিক্ষাবীদ মোঃ শফিকুল ইসলাম, মহিলা পরিষদ কেন্দ্রয় কমিটির সহ সভাপতি কানিজ রহমান, হাবিবুল ইসলাম বাবুল, বিধান দত্ত, কবি মাসুদ মুস্তাফিজ, রবিউল আউয়াল খোকা, তারেকুজ্জামান তারেক, আজহারুল আজাদ জুয়েল, সুজন কুমার দে, ওয়াসিম আহম্মেদ শান্ত, কবি অদিতি রায়, শহিদুল ইসলাম শহীদুল্লাহ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।