ঢাকাSaturday , 12 April 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ার কাঞ্চনপুরে হত্যাকে কেন্দ্র করে ১৫টি বাড়িতে অগ্নিসংযোগ ও অর্ধশতাধিক বাড়ি ভাংচুর লুটপাট

admin
April 12, 2025 5:37 pm
Link Copied!

মোঃ রাসেল হুসাইন, নড়াইল

নড়াইলের কালিয়া উপজেলার বাবরা হাচলা ইউনিয়নের কাঞ্চনপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র মারামারিতে ফরিদ মোল্যা (৫৪) নামে একজনের মৃত্যু হয়। এই মৃত্যুকে কেন্দ্র করে আসামীদের ১৫ বাড়িতে অগ্নিসংযোগ ও অর্ধশতাধিক বাড়িতে লুটপাট ও ভাংচুর করা হয়েছে।

১২ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় বাবরাহাচলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিলন মোল্যা গ্রুপ ও আফতাব মোল্যা গ্রুপে সংঘর্ষ হয়। এ সময় আফতাব মোল্যা গ্রুপের ফরিদ মোল্যা নামে একজন নিহত ও দুই গ্রুপের প্রায় অর্ধশতাধিক আহত হয়।ফরিদ মোল্যার মৃত্যুর জের ধরে আফতাব গ্রুপের লোকজন সারারাত অগ্নিসংযোগ ভাংচুর লুটপাট করে।

এ ঘটনায় শরিফুল মোল্যা,হাসিবুর মোল্যা, আজিজুর, লুতফর শেখ, রহমান শেখ, রজিবুল মোল্যা, মোস্তাক শেখ, বুলু ফকির,খালিদ শেখ,সামরুল মল্লিক,জামির মল্লিক
,রিপন শেখ এর বাড়ি, বাদশা শেখ কাকামিয়া, শহিদ শেখ, মকিম শেখ, মিলন মোল্লা , জনি মল্লিক সহ আরো অনেকের ঘরে অগ্নিসংযোগ ভাংচুর ও লুটপাট করা হয়।

পুরুষশুন্য এলাকায় স্থানীয় মহিলাদের থেকে জানা যায় দীর্ঘদিন ধরে ক্ষমতার লড়াইয়ে আফতাব গ্রুপ ও মিলন গ্রুপের সংঘর্ষ চলে আসছে। তারই জের ধরে শুক্রবার দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছে। ঘটনার পরপরই পুলিশ সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও পরবর্তীতে সারারাত হামলা চালায় আফতাব গ্রুপ।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাশেদুল ইসলাম বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। রাতে বিশৃংখলার অভিযোগে অভিযানে চালিয়ে ২০ জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।