ঢাকাSunday , 13 April 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাংলা নববর্ষ উদযাপনে দিনাজপুর শিশু একাডেমীর উদ্যোগে বিভিন্ন প্রতিযাগিতা অনুষ্ঠিত

admin
April 13, 2025 12:46 pm
Link Copied!

দিনাজপুর প্রতিনিধি

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে দিনাজপুর জেলা প্রশাসন এবং বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার উদ্যোগে চিত্রাংকন, দেয়াল লিখন, দেয়াল অংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ এপ্রিল-২০২৫) সকাল সাড়ে ১০ টায় বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষ্যে দিনাজপুর জেলা প্রশাসন এবং বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার আয়োজনে চিত্রাংকন, দেয়াল লিখন, দেয়াল অংকন ও রচনা প্রতিযোগিতা চলাকালীন সময়ে প্রতিযোগিতা পরিদর্শন করেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম. হাবিবুল হাসান এবং জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরাফাত উদ্দীন। এ সময় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মুহ: আব্দুল ওয়াহেদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষ্যে দিনাজপুর জেলা প্রশাসন এবং বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার উদ্যোগে ৪টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক-বিভাগ শিশু শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত বিষয় ছিল ইচ্ছে মতো চিত্রাংকন। খ-বিভাগ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ইচ্ছে মতো চিত্রাংকন। গ-বিভাগ ৩য় শ্রেণী থেকে ৬ষ্ঠ শ্রেণী পর্যন্ত শিশুদের মননশীল বিশিষ্ট মনিষীগণের উক্তি বা বাণী দেয়াল লিখন। ঘ-বিভাগ ৭ম শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত ১৯৫২ থেকে জুলাই গণঅভ্যুত্থান-২০২৪ পর্যন্ত বিভিন্ন ঐতিহাসিক দৃশ্যাবলী দেয়ালে অংকন প্রতিযোগিতা এবং ৩য় শ্রেণী থেকে ৬ষ্ঠ শ্রেণী ও ৭ম শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত শিশুদের পহেলা বৈশাখ জাতীয় জীবনে নববর্ষের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহন করে।
দিনাজপুর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মুহ: আব্দুল ওয়াহেদ জানান, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে সোমবার (১৪ এপ্রিল-২০২৫) সকাল সাড়ে ৯ টায় দিনাজপুর শিশু একাডেমী অডিটোরিয়ামে। এছাড়াও বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুরের শিশু বিকাশ ও প্রাথমিকে অধ্যায়নরত শিশুদের অংশগ্রহণে এসো বৈশাখী রঙ্গে সঁাজি ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রা শেষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।