ঢাকাTuesday , 15 April 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধার সাবেক সারওয়ার দিনাজপুরে গ্রেফতার

admin
April 15, 2025 5:13 pm
Link Copied!

দিনাজপুর প্রতিনিধি 

গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য শাহ সারওয়ার কবিরকে দিনাজপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ।  

মঙ্গলবার রাত সোয়া ৮ টার দিকে পৌর শহরের ঈদগাহ বস্তি এলাকার দীবা গার্ডেন নামে একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

শাহ সারওয়ার কবির গাইবান্ধা-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচিত হন। এর আগে তিনি গাইবান্ধা সদর উপজেলার চেয়ারম্যান ছিলেন এবং গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি গণপরিষদের প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদের দৌহিত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ মার্চ থেকে দিনাজপুর শহরের ইদগাহবস্তি এলাকায় ভগিনীপতি আলতাফ হোসেনের বাড়িতে আত্মগোপনে ছিলেন শাহ সারওয়ার কবির। আলতাফ হোসেন দিনাজপুর শিক্ষা বোর্ডের সাবেক উপবিদ্যালয় পরিদর্শক ছিলেন। রাত সোয়া ৯টায় সেই বাসা থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানা হেফাজতে নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা শাহ সারওয়ার কবিরের অবস্থান জানতে পারি। রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি গাইবান্ধার দুটি মামলার আসামি। আপাতত কোতোয়ালি থানা হেফাজতে থাকবেন। পরে গাইবান্ধা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।