ঢাকাWednesday , 16 April 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গফরগাঁওয়ে মেয়েকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাবার মৃত্যু

admin
April 16, 2025 5:49 pm
Link Copied!

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় মেয়েকে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া থেকে বাঁচাতে গিয়ে রতন মিয়া (৪৫) নামে এক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। বুধবার (১৬ এপ্রিল ২৫) দুপুরে উপজেলার দীঘা পুলিয়াদি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রতন মিয়া ওই গ্রামের সোরহাব মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ঝড়ো হাওয়া ও বৃষ্টির পর রতন মিয়ার মেয়ে রিক্তা আক্তার, যিনি চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন, বাড়ির পানির পাম্প চালু করতে যান। দীর্ঘদিনের পুরোনো বিদ্যুতের তার থেকে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে পাশের টিনের বেড়ায়। এতে রিক্তা বিদ্যুৎস্পৃষ্ট হন এবং তার চিৎকারে মা দৌড়ে এসে সাহায্যের চেষ্টা করেন।

এ সময় মেয়েকে বাঁচাতে ছুটে আসেন রতন মিয়া। তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত বাড়ির মেইন সুইচ বন্ধ করে তাদের উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক রতন মিয়াকে মৃত ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।