ঢাকাFriday , 18 April 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে ভবেশ রায় নামে একজনের রহস্য জনক মৃত্যু

admin
April 18, 2025 10:03 am
Link Copied!

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরলে ভবেশ রায় (৫৮) নামে এক ব্যক্তিকে বাড়ী থেকে ডেকে নেয়ার ৩ ঘন্টা অতিবাহিত না হতেই পরিবারকে অসুস্থতার সংবাদ দেয়ার পর হাসপাতালে গিয়ে পরিবারটি শুনেছে মৃত্যু সংবাদ। মুহুর্তে শোকের মাতমে পরিবারের সদস্যরা মূর্ছা যাচ্ছে।
ভবেশ রায় উপজেলার শহরগ্রাম ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের মৃত তারক রায়ের ছেলে ভবেশ।
সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। বিরল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস ছবুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের স্ত্রী সান্তনা রাণী বলেন, বৃহষ্পতিবার বিকেল ৫ টায় রতন নামের ব্যক্তি বাড়ী থেকে ডেকে নেয়। ওরা আরো ৪ জন ছিল। আমার স্বামীকে তাদের সঙ্গে করে না-কি নাড়াবাড়ী বাজারে নিয়ে গিয়ে পান-সিগারেট খাওয়ার একপর্যায়ে আমার ছেলেকে মোবাইলে জানায় তোমার বাবা পান সিগারেট খেয়ে বমি করেছে। তোমরা ফুলবাড়ী এগিয়ে আসো, আমরা উনাকে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছি। এরপর আমার ছেলে এ্যাম্বুলেন্সে দিনাজপুর মেডিকেলে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
রতন একই ইউনিয়নের শহরগ্রাম এর আব্দুস সাত্তার এর ছেলে। তার সাথে বাসুদেবপুর গ্রামের মৃত আব্দুল কাদের (জোহাব) আলীর ছেলে আখতারুল ইসলাম ওরফে আতিক (৩২), পাঁচশালা গ্রামের আব্দুস সাত্তার এর ছেলে রুবেল (৩০), লক্ষীপুরের আরিফ(৩০) ও মুটুকপুর গ্রামের মাজেদ এর ছেলে মুন্না (৩০) ছেলে ছিল বলে শুনেছেন।
নিহতর ছেলে স্বপন রায় বলেন, বাবাকে উনারা ফোন দিচ্ছে বিকেল থেকে। ৫ টায় বাড়ী থেকে নিয়ে যাওয়ার পর সন্ধ্যায় বাবার ফোন থেকে আমার ফোনে কল দিলে আমি কল ব্যাক করলে বলে পান বিড়ি খেতে তোমার বাবা বমি করেছে। প্রেসার লো হয়ে গেছে। আমি এগিয়ে নিয়ে আসতে বলি। তখন ফুলবাড়ী বাজারে এ্যাম্বুলেন্স নিয়ে এসে দেখি বাবার হাত পা অবস হয়ে আছে। পুরো শরীর ঠান্ডা। হাসপাতালে নিয়ে গেলে বাবার শরীরে প্রাণ নেই জানতে পারি।
বিরল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস ছবুর বলেন, রাতেই লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।