ঢাকাSaturday , 19 April 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগাছায় মোবাইলে ডেকে নিয়ে ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ

admin
April 19, 2025 1:51 pm
Link Copied!

(স্টাফ রিপোর্টার)
রংপুরের পীরগাছা উপজেলার নেকমামুদ বাজারের খাদ্য ব্যবসায়ী আব্দুর রহমান ওরফে দুলাল ব্যপারীর উপর সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে একদল অস্ত্রধারী সন্ত্রাসী ৪/৫টি মোটরসাইকেল যোগে ওই ব্যবসায়ীর বাড়ির সামনের রাস্তায় যায় এবং ব্যবসায়ী আব্দুল রহমান ওরফে দুলাল ব্যপারীকে জরুরী কথা বলার জন্য মোবাইল ফোনে কল করে ডেকে নেয়। এরপর সন্ত্রাসীরা লোহার রড ও হকিষ্টিক দিয়ে এলোপাথারীভাবে মারপিট করতে থাকে। এসময় সন্ত্রাসীদের হইহুল্লোর শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
অভিযোগে জানা যায়, ব্যবসায়ী আব্দুর রহমান ওরফে দুলাল ব্যপারী দীর্ঘ দিন থেকে স্থানীয় নেকমামুদ বাজারে সুনামের সাথে খাদ্য ব্যবসা করে আসছেন। পারিবারিক বা ব্যবসায়িক কারনে তার সাথে কারো কোন শত্রুতা না থাকলেও হঠাৎ শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ০১৭৫৫৪৭০১৪০ নম্বর মোবাইল ফোন থেকে ব্যবসায়ী আব্দুর রহমান ওরফে দুলাল ব্যপারীকে অজ্ঞাত ব্যক্তি কল করে বলে, তার সাথে জরুরী কথা আছে এবং তাকে বাড়ির বাহিরে ডাকলে তিনি সরল বিশ্বাসে বাড়ির গেট খুলে সামনের রাস্তায় আসেন। তখন সেখানে পূর্ব থেকে ওৎ পেতে থাকা অপরিচিত ১০/১২ জন সন্ত্রাসী তার উপর হামলা চালায়। ঘটনা টের পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা চলে যায়।
সন্ত্রাসী হামলার শিকার ব্যবসায়ী আব্দুর রহমান ওরফে দুলাল ব্যপারী বলেন, সন্ত্রাসীদের ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি তার পরিচিত নয় এবং তিনি হামলাকারীদের চিনতে পারেননি।
পীরগাছা থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) নাহিদ হোসেন বলেন, বিষয়টি তিনি মৌখিকভাবে শুনেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।