ঢাকাFriday , 25 April 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

উৎসবমূখর পরিবেশে দিনাজপুর নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

admin
April 25, 2025 5:36 pm
Link Copied!

 

দিনাজপুর প্রতিনিধি :

সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে দিনাজপুর নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে ১০টি পদের বিপরীতে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

তবে অন্য কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় সাংগঠনিক সম্পাদক পদে মোঃ লতিফুর রহমান রুবেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বি ৩ জন প্রার্থী হলেন-মোঃ সাহাবুদ্দীন খোকন, মোঃ নুরুল ইসলাম নুরু, মোঃ জিল্লুর রহমান, সহ-সভাপতি পদে ৩ জন প্রার্থী হলেন-মোঃ মোকসেদ আলী, মোঃ জাহাঙ্গীর আলম, শংকর কুমার রায়।

সাধারণ সম্পাদক পদে দুইজন প্রার্থী হলেন-মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ শরিফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থী হলেন-মোঃ নয়ন, মোঃ জাকির হোসেন, মোঃ মাসুদ রানা, অর্থ সম্পাদক পদে দুইজন প্রার্থী হলেন-মোঃ আব্দুস সাত্তার, মোঃ জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক পদে দুইজন প্রার্থী হলেন-মােঃ লাবু, মোঃ সুমন, প্রচার সম্পাদক পদে দুইজন প্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ সোহাগ হোসেন।

আর কার্যকরী সদস্য পদে ৩ জন প্রার্থী হলেন-মোছাঃ মর্জিনা খাতুন, মোঃ ফরিদুল ইসলাম ও মোঃ জাহিদুল ইসলাম।

এই নির্বাচনে সর্বমোট ৩ হাজার ৮৮৫ জন শ্রমিক ভোটারের মধ্যে
৩৪৪০ জন ভোটার ভোট প্রদান করেছেন।

ভোটগ্রহণ শেষে গণনার পর নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বলে জানান দিনাজপুর নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ আব্দুল মজিদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।