ঢাকাSunday , 11 May 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ধর্মপুর ফরেস্ট বিটে দেখা মিলল বাংলাদেশের বিপন্নপ্রায় উদ্ভিদ বন খেজুর গাছ

admin
May 11, 2025 1:53 pm
Link Copied!

দিনাজপুর প্রতিনিধি 
সামাজিক বন বিভাগ দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর শালবনে ধর্মপুর ফরেষ্ট বিটের আওতাধীন কৈকুড়ী পাটাবন এলাকায় খুদি খেজুর/বন খেজুর গাছের সন্ধান পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ধর্মপুর বিটের বন কর্মকর্তা মোঃ মহসিন আলী।
রবিবার উপজেলার ধর্মপুর ইউনিয়নের কৈকুড়ী পাটাবনে খুদি খেজুর/বন খেজুর গাছ পরিদর্শনে আসেন পরিবেশ বন ও জলবায়ুু পরিবর্তন মন্ত্রণালয়ের বাংলাদেশ ন্যাশনাল হাইবেরিয়াম এর ঊর্ধ্ববর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মুহাম্মদ সাইদুর রহমান, সামাজিক বন বিভাগ দিনাজপুরের বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডঃ গাজী মোশারফ হোসেন, সদর রেঞ্জ কর্মকর্তা মান্নান হোসেন, ধর্মপুর বিটের বিট কর্মকর্তা মহসিন আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিশেষজ্ঞগণ বলেন, যে এই খুদি খেজুর /বন খেজুর গাছটি সারা বাংলাদেশের মধ্যে শুধুমাত্র এই বিরল উপজেলার ধর্মপুর ফরেস্ট এলাকায় পাওয়া গেছে। পরিবেশের জন্য এটির গুরুত্ব অপরিসীম এটিকে সংরক্ষণ করার জন্য সরকার তথা বন বিভাগ দ্রুত ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন সামাজিক বন বিভাগ দিনাজপুরের বিভাগীয় বন কর্মকর্তা।
ধর্মপুর বিটের বিট কর্মকর্তা মহসিন আলী জানান, এ গাছটি বন খেজুর। বাংলাদেশে একে খুদি খেজুর নামে ডাকা হয়। এর বিজ্ঞানসম্মত নাম হল ফনিক্স অ্যাকুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।