ঢাকাSaturday , 29 March 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

admin
March 29, 2025 5:47 pm
Link Copied!

মোঃ মনির মন্ডল, সাভার

আশুলিয়া থানা বাংলাদেশ জামায়াতে ইসলামীর কমিটির উদ্যোগে সাংবাদিকদের সম্মানে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ মার্চ) সন্ধ্যায় আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকার ফুড প্লানেট রেষ্টুরেন্টে এই আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

জামায়াতের আশুলিয়া থানা আমির অধ্যক্ষ মো. বশির আহমেদের সভাপতিত্বে এবং সেক্রেটারি আবুল হোসাইন মীরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ঢাকা জেলা উত্তরের সেক্রেটারি মাওলানা মো. আফজাল হোসাইন।

সাংবাদিকদের উদ্দেশ্যে নেতৃবৃন্দ বলেন, ২০২৪ এর জুলাই গণঅভ্যুন্থানে সাংবাদিকদের ভূমিকার কথা জাতি চিরদিনই শ্রদ্ধাভরে স্মরণ করবে। একই সাথে আগামী দিনে যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় সাংবাদিকদেরর সততা ও নৈতিকতার সাথে ভূমিকা পালনের জন্য আহবান জানানো হয়। বিশেষ করে সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা হিসেবে দেশবাসীকে সতর্ক রাখার বিষয়ে সাংবাদিকদের কলমকে শাণিত রাখার অনুরোধ জানান নেতৃৃৃবৃন্দ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী ঢাকা জেলা উত্তরের আইন বিষয়ক সেক্রেটারি এডভোকেট মো. শহিদুল ইসলাম ও রাজনৈতিক বিষয়ক সেক্রেটারি মো. হাসান মাহমুদ মাষ্টার। এছাড়া সংগঠনটির সাভার ও আশুলিয়া অঞ্চলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।