ঢাকাWednesday , 2 April 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঈদের আনন্দ বিষাদে পরিনত, কাউনিয়ায় নদীতে গোসলে নেমে স্কুল ছাত্রদের মৃত্যু 

admin
April 2, 2025 6:57 am
Link Copied!

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি 

কাউনিয়ায় ঈদের আনন্দ করতে এসে তিস্তা নদীতে গোসল করতে নেমে পানিতে ঢুবে বায়োজিদ হোসেন জিম  (১২) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। দূর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে তিস্তা রেল সেতু এলাকায়।

সরেজমিনে গিয়ে জানাগেছে রংপুর মহানগরের আলমনগর এলাকার বায়োজিদ হোসেন জিম সহ ৪বন্ধু ঈদের আনন্দ করতে  তিস্তা রেল ও সড়ক সেতু পাড়ে আসে। সেখানে ৪বন্ধু মিলে তিস্তা নদীতে গোসল করতে নামে। গোসল করার একপর্যায়ে তিন বন্ধু পাড়ে উঠলেও জিম পানিতে তলিয়ে যায়। জিম পানি থেকে উফছে না দেখে তার বন্ধু চিৎকার শুরু করলে লোকজন ও স্থানীয় মাঝিরা এসে তাকে খুজতে থাকে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে দুই ঘন্টা অভিযান চালিয়ে সন্ধ্যার দিকে জিমের লাশ উদ্ধার করে। এসময়  কাউনিয়া থানা পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার তৎপরতায় সহায়তা করে। বায়োজিদ হোসেন  জিম রংপুরের আলমনগর মুসলিমপাড়া রেল কলোনি এলাকার বাসিন্দা মোঃ জাবেদ আলীর পুত্র বলে জানাগেছে। সে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শামছুল হক সরকার জানান, নিখোঁজের সংবাদ পাওয়ার পরপরই ঘটনা স্থলে এসে ডুবুরি দল উদ্ধার কাজে শুরু করে এবং সন্ধ্যা ৬টার দিকে নিখোঁজ জীমের লাশ উদ্ধার করে  থানায় হস্তান্তর করা হয়। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ জানান ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে স্কুল ছাত্র জিমের লাশ উদ্ধার করে। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে জীমের লাশ ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে ইউডি মামলা দায়ের করা হয়েছে। মর্মান্তিক ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। ঈদের আনন্দ বিষাদে পরিনত হয় জিমের পরিবারে। 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।