কাউনিয়া (রংপুর) প্রতিনিধি :-রংপুরের কাউনিয়ায় চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের শিশুকন্যা ধর্ষণ চেষ্টা মামলার আসামি সাজু মিয়া (২০) কে গ্রেফতার করেছে পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার সকাল ৯টায় কাউনিয়া থানা এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাজু মিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের বাজেমসকুর গ্রামের শুক্কুর আলীর ছেলে। পুলিশ জানায়, ভিকটিম এবং আসামির বাড়ি পাশাপাশি। আসামি সাজু মিয়া মুদিখানার ব্যবসা করে। গত ২১ ফেব্রুয়ারি দুপুর সময় শিশুটি সাজু মিয়ার দোকানে চকলেট কেনার জন্য যায়। ঐ সময় সাজু মিয়া ভিকটিমকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে দোকানের পাশে তার বসতবাড়ির গোয়াল ঘরের কোনায় নিয়ে গিয়ে শরীরের বিভিন্ন জায়গায় হাত দেয় পরিহিত প্যান্ট খুলে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির ডাক চিৎকারে আসামি সাজু মিয়া শিশুটিকে ছেড়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। কাউনিয়া থানার ওসি তদন্ত মোস্তফা কামাল জানান, এই ঘটনারদিন রাতেই শিশুটির বাবা বাদী হয়ে সাজু মিয়ার নামে ধর্ষণ চেষ্টা মামলা রেকর্ড করা হয়। মামলার পর থেকেই পলাতক ছিলেন সাজু মিয়া। ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করে ধৃত সাজু মিয়াকে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।