ঢাকাSaturday , 22 March 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গফরগাঁওয়ে আস্কর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

admin
March 22, 2025 5:21 pm
Link Copied!

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

গফরগাঁওয়ে আস্কর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরে আলম সিদ্দিকীর বিরুদ্ধে অর্থ আত্মসাত, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে এবং এসব অনিয়মকে বৈধতা দিতে গোপনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

শনিবার (২২ মার্চ ২০২৫) বেলা ১১টায় বিদ্যালয়ের সামনে উস্থি ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন এলাকাবাসী অংশগ্রহণ করেন।

মানবন্ধনে বক্তারা বলেন, নুরে আলম সিদ্দিকী দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের বিভিন্ন ফান্ডের অর্থ আত্মসাৎ, শিক্ষক নিয়োগে স্বজনপ্রীতি, নিয়মবহির্ভূত প্রশাসনিক কর্মকাণ্ড ও দুর্নীতি করে আসছেন। এসব অনিয়মের প্রতিবাদ করলেই স্থানীয়দের হুমকি-ধমকির মুখে পড়তে হচ্ছে।

বক্তারা আরও অভিযোগ করেন, এসব দুর্নীতির বৈধতা দিতে নুরে আলম সিদ্দিকী রাজনৈতিক প্রভাব খাটিয়ে গোপনে ম্যানেজিং কমিটি গঠন করেছেন, যাতে এলাকাবাসীর মতামত উপেক্ষিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা প্রধান শিক্ষক নুরে আলম সিদ্দিকীর অপসারণ, একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং বিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক ও স্বচ্ছ রাখার দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।